২দিনের সরকারী সফরে রাঙ্গামাটি আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। তিনি ২৩ ও ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৯টায় বান্দরবান জেলার কাপ্তাই উপজেলাধীন ওয়াগ্গা, রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলাধীন খিলাছড়ি, ১নং সাবেক্ষ্যং ইউনিয়নের রিঝিবিল পাড়াসহ সরকারের উন্নয়নমূলক বিভিন্ন কাজের উদ্বোধন করবেন।
সফল সূচীর মধ্যে রয়েছে, ২৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ৯টায় কাপ্তাই উপজেলাধীন ওয়াগ্গা ইউনিয়নের দূর্গম এলাকায় বিনামূল্যে উপকারভোগীদের মাঝে সোলার হোম সিস্টেম বিতরণ, সকাল ১১টায় রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলাধীন ঘিলাছড়ি ইউনিয়নের বাজার এলাকা হতে নিচ পাড়া হতে রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন, দুপুর ১২টায় সুরিদাশপাড়া, বগাছড়ি ১নং সাবেক্ষ্যং ইউনিয়নের ইক্ষু বাগান পরিদর্শন, দুপুর ১টায় নানিয়ারচর উপজেলাধীন সাবেক্ষ্যং ইউনিনের রিঝিবিল পাড়ায় ব্রীজ ও রাস্তা নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় আরসিসি গার্ডার ব্রীজের ভিত্তিপ্রস্তর স্থাপন।
২৪ ফেব্রুয়ারী শুক্রবার সকাল ১০টায় রাঙ্গামাটি সদর উপজেলাধীন বালুখালী ইউনিয়নে বিনামূল্যে উপকারভোগীদের মাঝে সোলার হোম সিস্টেম বিতরণ, বিকাল ৪টায় রাঙ্গামটি প্রেস ক্লাবের বিশ্রামাগার উদ্বোধন, বিকাল ৫টায় রাঙ্গামাটি সদর উপজেলাধীন আসামবস্তী এলাকায় মারমা সাংস্কৃতিক সংস্থার ভবন উদ্বোধন।