নিজ বাড়িতে ফিরে আসা ১১ টি বম পরিবারের সদস্যরা দীর্ঘ ৯ মাস পর সেনা সহায়তায় থানচি সদর ইউনিয়নের প্রাতা বম পাড়ার ১১টি বম পরিবারের ৪৯ জন সদস্য নিজ বাড়িতে ফিরেছে।
শনিবার (১৮ নভেম্বর) পরিস্থিতি স্বাভাবিক মনে হওয়ার কারনে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. শাহীনুর হকের অনুমতিতে দুপুরে থানচি উপজেলা সদর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড প্রাতা বম পাড়ায় তারা প্রবেশ করে।
এসময় পাড়াবাসীদের বাকলাই সেনা ক্যাম্প,১৬ ইস্ট বেঙ্গল নিজেদের ইস্যুকৃত রশদ থেকে প্রতিটির পরিবারকে ১০ কেজি চাল ,২ কেজি তেল, ১ কেজি ডাল, ১ কেজি লবন, ৪ কেজি ময়দা, ১ কেজি চিনি প্রদান করা হয়েছে।
জানাযায়, গেল বছরের ৬ মার্চ পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ কেএনএফ এর লাগাতার নির্যাতন ও নিপিড়নের ভয়ে পাড়ায় বসবাসরত মোট ২৮ টি পরিবার বিভিন্ন স্থানে পালিয়ে যায়। সেনা সহায়তায় আজ ২৮টি পরিবারের মধ্যে নিজ বাড়িতে ফিরেছে ১১টি বম পরিবারের ৪৯জন সদস্য।