টানা তিনদিন সরকারি ছুটি, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী- সব কিছু মিলে এ শীতের পুরো এক মাস রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের রিসোর্টগুলো অগ্রিম বুক হয়ে গেছে।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাতে এমন তথ্য নিশ্চিত করেছেন সাজেক রিসোর্ট-হোটেল মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক জন চাকমা।
হোটেল মালিক সমিতির এ নেতা বলেন, অক্টোবর-নভেম্বর মাসে সাজেক ভ্যালিতে আশানুরূপ পর্যটক আসেননি। তবে ডিসেম্বর মাসে টানা দিনদিন ছুটি, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, সব মিলে পর্যটকরা আমাদের সব কটেজ শতভাগ বুক করে ফেলেছেন।
তিনি আরও বলেন, করোনার কারণে আমরা হোটেল মালিক পক্ষ যে পরিমাণ অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছি, আশা রাখছি, এ মৌসুমে কিছুটা হলেও সেই ক্ষতি পুষিয়ে নিতে পারব।