বিগত ২০২২ সালের ২৪ মে জেলা কমিটির কাউন্সিলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করার পর প্রায় ১০ মাস পর দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রাঙামাটি জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে দলটির কেন্দ্রীয় কমিটি। মঙ্গলবার (২১ মার্চ) কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর নির্দেশনায় নিজ স্বাক্ষরিত জেলা কমিটির অনুমোদন কপি রাঙামাটি জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে তুলে দেন।
অনুমোদনকৃত কমিটির সদস্যগণ- সভাপতি দীপংকর তালুকদার-এমপি, সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, রুহুল আমিন, নিখিল কুমার চাকমা, বৃষকেতু চাকমা, অংসুই প্রু চৌধুরী, হাবিবুর রহমান হাবিব, অংচা প্রু মারমা, হাজী মোঃ কামাল উদ্দিন, মোঃ রফিকুল মাওলা, ত্রিদীব কান্তি দাশ, শিলা রায়।
সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক সন্তোষ কুমার চাকমা, যুগ্ম সম্পাদক মফিজুল হক, মোঃ মমতাজুল হক। আইন বিষয়ক সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ ইউসুফ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক দানবীর চাকমা, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোফাজ্জল হোসেন মোল্লা, দপ্তর সম্পাদক মোঃ রফিক আহম্মদ তালুকদার, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ইসহাক, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিবুর, বন ও পরিবশে বিষয়ক সম্পাদক এস,এম চৌধুরী|
বিজ্ঞাণ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অরুন বিকাশ চাকমা, মহিলা বিষয়ক সম্পাদক মনোয়ারা আক্তার জাহান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক চিত্ত রঞ্জন দাশ, যুবও ক্রীড়া সম্পাদক মোঃ শাহ আলম, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক সাইফুল আলম সাইদুল, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোঃ নাসির উদ্দিন তালূকদার, শ্রম সম্পাদক মোঃ হানিফ, সাংস্কৃতিক সম্পাদক রেমলিয়ানা পাংখোয়া, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ঝিনুক ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক মোঃ শামশুদোহা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মিন্টু মারমা, সাংগঠনিক সম্পাদক মোঃ শাওয়াল উদ্দিন, উপ- দপ্তর সম্পাদক মোঃ শহীদুজ্জামান মহসীন রোমান, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী আল মাহবুব, কোষাধ্যক্ষ ছলিম উল্লাহ সেলিম।
জেলা কমিটির সদস্যরা হলেন- ফিরোজা বেগম চিনু, জাকির হোসেন চৌধুরী, মোঃ সাখাওয়াৎ হোসেন রুবেল, জাহিদ আক্তার, বাবলা মিত্র, নিউ চিং মারমা, আনোয়ার মিয়া বানু, বিপ্লব চাকমা, মোঃ জাফর আলী খান, মোঃ মুজিবুর রহমান দীপু, মংউচিং মারমা, মিজানুর রহমান জীবন, রঞ্জন মুনি চাকমা, সোলায়মান চৌধুরী, হৃদয় চাকমা, অভিলাষ তঞ্চঙ্গ্যা, সবির কুমার চাকমা, বাবুল দাশ বাবু, জ্ঞানেন্দু চাকমা, আশিষ দাশ গুপ্ত, হাজী ফয়েজুল আজিম ফয়েজ, আশীষ কুমার চাকমা নব, উমেচিং মারমা, উদয়ন বড়ুয়া, মোতাহার হোসেন, আবু তৈয়ব, উসাং মং, ওয়াশিংটন চাকমা, পদ্মা দেবী চাকমা, অংহ্লাচিং মারমা, শ্যামল মিত্র, তৈয়ব হোসেন মামুন, খায়ের আহমেদ, সুজন চাকমা, লুৎফর রহমান, রেনুকা চাকমা।
উপদেষ্ঠা পরিষদের সদস্যরা হলেন- অধ্যাপক তাসাদ্দিক হোসেন কবির, মীর মোঃ ইউনুস, উথোয়ইমিন মারমা, থোয়াই অং মারমা, বন বিহারী চাকমা, উথিন সিন মারমা, কালা চান চাকমা, সনদ বড়ুয়া, মোঃ আবুল কাশেম, যতীন চন্দ্র তঞ্চঙ্গ্যা, রফিক তালুকদার, ডাঃ আবু বক্কর সিদ্দিক, দীলিপ দাশ, নুরুল ইসলাম তালুকদার, আনোয়ার হোসেন বাচ্চু, বাদল চন্দ্র দে, দীপক দেওয়ান, আব্দুল করিম বালি, আনোয়ার উদ্দিন চৌধুরী, মোঃ ইসহাস সওদাগর, আংপা থোয়াই মারমা, মোঃ সুলতান আহমেদ, আব্দুর রহমান, মোঃ হাবিবুর রহমান, অশ্বিনী কুমার দে, ডাঃ নজরুল ইসলাম, অরুন চৌধুরী।