কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের আশ্রয় মিলেছে ২৭ পরিবারের
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 21-06-2022
ফাইল ছবি : সংগৃহীত

রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নং ইউনিয়ন এর কাপ্তাই উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে প্রধানমন্ত্রীর নির্দেশে দূর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে অতিবর্ষণের কারনে আশ্রয় নেয়া ঢাকাইয়া কলোনির ২৭ টি পরিবারের ১ শত ৫০ জন সদস্যের মাঝে দুপুরের খাবার হিসাবে বিরানী বিতরণ করা হয়েছে।

আজ ২০ জুন (সোমবার) দুপুরে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন।

এছাড়া কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্রে ৪১ বিজিবির পক্ষ হতে ২১পরিবারকে ত্রাণ সামগ্রী দেয়া হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রুহুল আমিন জানান, ১নং চন্দ্রঘোনা ইউপিতে বর্ষণে আংশিক ক্ষতিগ্রস্থ ৪০ পরিবারকে ১০কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

বিতরণকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রুহুল আমিন, ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ আব্দুল লতিফ সহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন