কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নাছির উদ্দীন জয়ী
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 21-05-2024
ফাইল ছবি : সংগৃহীত

রাঙামাটির কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মো: নাছির উদ্দীন। তাঁর প্রদত্ত ভোট: ৭৩৬২ তার নিকটতম প্রতিদ্বদ্ধি আনারস প্রতীকে আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী পেয়েছেন ৬৯৭৩ ভোট। এছাড়া চেয়ারম্যান পদে অপর চেয়ারম্যান প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে সু্ব্রত বিকাশ তনচংগ্যা জটিল পেয়েছেন ৬০৪৭ ভোট।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে টিয়া পাখি প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন সুইপ্রু মারমা। তাঁর প্রদত্ত ভোট ৮৫৯৭। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী টিউবওয়েল প্রতীক নিয়ে আবদুল হাই খোকন পেয়েছেন ৮২৮৭ ভোট।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ প্রতীক নিয়ে অপর ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো: কামাল উদ্দিন পেয়েছেন ৩২৯২ ভোট।

শেয়ার করুন