পানি উন্নয়ন বোর্ডের “চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া ও বোয়ালখালী উপজেলা এবং রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার কর্ণফুলী ও ইছামতী নদী এবং শিলক খালসহ অন্যান্য খালের উভয় তীরে ভাঙ্গন হতে রক্ষা (১ম সংশোধিত) “শীর্ষক প্রকল্পের আওতায় কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীর বাম তীরে কাপ্তাই প্রজেক্ট বড় মসজিদ এলাকায় ৮০ মিটার, চিৎমরম মুসলিম পাড়া এলাকায় ১০০ মিটার, চিৎমরম ঘাট এলাকায় ১০০ মিটার, কর্ণফুলী নদীর ডান তীরে শীলছড়ি শহীদ মিনার এলাকায় ১৫০ মিটার এবং কাপ্তাই উপজেলার রেস্ট হাউস এলাকায় ২০০ মিটার তীর প্রতিরক্ষামূলক কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার।
আজ শনিবার (১ জুন) সকাল সাড়ে ১১ টায় প্রথমে তিনি কাপ্তাই উপজেলার শিলছড়ি খেলার মাঠে এবং পরে বেলা ১২ টায় চিৎমরম ইউনিয়ন এর চিৎমরম হেডম্যান পাড়া এলাকায় পৃথক পৃথক ভাবে প্রকল্প সমুহের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।