গাইন্দ্যা ইউনিয়নের সংরক্ষিত আসনের উপ নির্বাচনের তফসিল ঘোষণা
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 30-06-2024
ফাইল ছবি : সংগৃহীত

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ০২ নং গাইন্দ্যা ইউনিয়নের ৪,৫,৬ নং সংরক্ষিত আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

গত বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে নির্বাচন ভবনে কমিশনের সভা শেষে এসব তথ্য জানান নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শাহজালাল।

ঘোষিত তফসিল অনুযায়ী রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৪ জুলাই, ২০২৪ মনোনয়নপত্র বাছাই ৫ জুলাই, ২০২৪ আপিল ৬-৮ জুলাই, নিষ্পত্তি ৯ জুলাই, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১০ জুলাই, প্রতীক বরাদ্দ ১১ জুলাই ও নির্বাচন ২৭ জুলাই অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য গত কয়েক মাস আগে গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের ৪,৫,৬ নং সংরক্ষিত আসনের সদস্যা গৌতমি খিয়াং স্বেচ্ছায় পদ থেকে ইস্তফা দিলে পদ শুন্য বলে ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ২৭ জুলাই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনে নতুন সদস্যা নির্বাচিত হবেন প্রত্যাশা ইউনিয়নবাসীর।

শেয়ার করুন