বান্দরবানের রুমায় যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আরও এক সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত।
আজ রবিবার (২৩ জুন) দুপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ এস এম এমরান তাকে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।
আসামি সাইলুক থাং (৪০) রুমা উপজেলার পাইন্দু ইউপির ৯ নম্বর ওয়ার্ড এলিম পাড়া এলাকার মৃত সিয়াম রোয়াত বমের ছেলে।
আদালতে দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক প্রিয়েল পালিত জানান, রুমায় ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা,অস্ত্র লুটের ঘটনায় করা মামলায় এক আসামিকে আদালতে হাজির করা হলে বিচারকের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য, গত ২ এপ্রিল রাতে সোনালী ব্যাংক রুমায় শাখায় হামলা, পুলিশ-আনসারের অস্ত্র লুট ও ৩
এপ্রিল দুপুরে থানচি উপজেলার সোনালী ব্যাংক এবং কৃষি ব্যাংকে ডাকাতি, হামলা ও টাকা লুটের ঘটনা ঘটে। এই ঘটনায় রুমা থানায় ১৪টি, থানচি থানায় ৪টি, বান্দরবান সদর থানায় ১টি এবং রোয়াংছড়ি থানায় ৩টিসহ মোট ২২টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় আসামিদের আইনের আওতায় আনতে চলমান যৌথবাহিনীর অভিযান এ পর্যন্ত ১০৯ সন্দেহ ভাজন কেএনএফ সদস্যেকে গ্রেপ্তারের পর ক্রমান্বয়ে আদালতে হাজির করা হলে তাদের সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করে আদালত।।