বান্দরবানের ৭৬ হাজার ১০১জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন “এ”
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 02-06-2024
ফাইল ছবি : সংগৃহীত

বান্দরবানের দুর্গম এলাকার শিশুদের যথাযথভাবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে নিশ্চিত করেছেন বান্দরবানের সিভিল সার্জন ডা: মো. মাহবুবুর রহমান, এসময় তিনি সকল শিশু যাতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৪এর আওতায় আসতে পারে তার জন্য সাংবাদিকদের বহুল প্রচার এবং সহযোগীতার জন্য অনুরোধ জানান।

বৃহস্পতিবার সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, জাতীয় পুষ্টি সেবার বাস্তবায়নে ও স্বাস্থ্য বিভাগ বান্দরবানের আয়োজনে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের সেমিনার কক্ষে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৪ উপলক্ষে বান্দরবানের সাংবাদিকদের নিয়ে এক ওরিয়েন্টশন কর্মশালায় সিভিল সার্জন ডা: মো. মাহবুবুর রহমান এমন মন্তব্য করেন।

শেয়ার করুন