মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে পৃথক অভিযানে খাগড়াছড়িতে চেলাই মদ ও গাঁজাসহ আটক তিনজনকে সাত দিনের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্তরা- মো. বাবুল (৫০), জয় বড়ুয়া (২২) ও অর্পিত মহাজন (২২)।
ওই তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমান খাগড়াছড়ি শহরের পানখাইয়া পাড়া এলাকা থেকে বাবুলকে চোলাই মদসহ আটক করা হয়। পরে তাকে সাতদিনের জেল ও জরিমানা করা হয়। শহরের গঞ্জপাড়া এলাকা থেকে জয় বড়ুয়া থেকে ৫০ গ্রাম এবং অর্পিত মহাজন থেকে ৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাদেরকেও সাত দিনের জেল ও জরিমানা হয়।
এ সময় খাগড়াছড়ি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।