জুরাছড়িতে মৎস্য দপ্তরের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 23-03-2023
ফাইল ছবি : সংগৃহীত

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় মৎস্য চাষীদের তিনদিনের প্রশিক্ষণ আজ ২৩ মার্চ  বৃহস্পতিবার সমাপ্ত করা হয়।

গত ২১ তারিখ থেকে জুরাছড়ি উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে তিনদিনের প্রশিক্ষণ শুরু হয়। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় মৎস্য চাষীদের উদ্দেশ্য পরামর্শ মূলক দিক নির্দেশনা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ,সংশ্লিষ্ট প্রকল্পের পরিবীক্ষন  কর্মকর্তা হিজবুল বাহার ভূইয়া এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মৃনাল কান্তি চাকমা। এতে তিনদিনের প্রশিক্ষণে ২০ জন মৎস্য চাষীকে প্রশিক্ষণ দেওয়া হয়। 

সমাপনী দিনে জুরাছড়ি উপজেলার সামিরামুখ এলাকায় চাষীদের মাঠ পরিদর্শনে নেওয়া হয়।

শেয়ার করুন