রাঙামাটি জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ) এর বিশেষ অভিযানে ১০২ লিটার দেশীয় তৈরী চোলাই মদ সহ তিন শীর্ষ মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৭নভেম্বর এ তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার এস আই ( নিরস্ত্র) এহসানুল শামীম ।
তিনি জানান, রাঙামাটি জেলা পুলিশ সুপার এর দিক নির্দেশনায় আমার নের্তৃত্বে সঙ্গীয় ফোর্সসহ রাজস্থলী উপজেলার চন্দ্রঘোনা থানাধীন তিন নং বাঙালহালিয়া ইউনিয়নের বাঙালহালিয়া ডাক বাংলা মধ্যম পাড়া এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযানে তল্লাশী চালাইয়া ধৃত আসামী উওয়াসিং মারমা(২২), পিতা- মংথোইচিং মারমার দোকান তল্লাসী করে একশত দুই লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ আরো দুইজন আসামী উথোয়াইসিং মারমা, (৫০) পিতা মৃত মংথোয়াইচিং মারমা ও মো, সেলিম (৫০) পিতা মৃত সৈয়দ আহম্মদ কে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় মাদক দ্রব্য মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে আজ বুধবার প্রেরণ করা হবে বলে ডিবি পুলিশ জানায়।