বাঘাইছড়ি উপজেলায় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 23-12-2023
ফাইল ছবি : সংগৃহীত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত কাচালং সরকারি কলেজের অডিটোরিয়ামে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জনপ্রতিনিধি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য, বীর মুক্তিযোদ্ধা, মৌজা হেডম্যান, কার্বারী, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিনা আক্তার এর সভাপতিত্বে ও কাচালং সরকারি কলেজের প্রভাষক কামাল হোসেন মীর এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোশারফ হোসেন খান জেলা প্রশাসক রাঙ্গামাটি পার্বত্য জেলা।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লেঃ কর্ণেল শরিফ উল্লাহ আবেদ, মারিশ্যা জোন অধিনায়ক ২৭ বিজিবি, মীর আবু তৌহিদ বিপিএস পুলিশ সুপার রাঙ্গামাটি, শাহনেওয়াজ এডিশনাল এসপি ডিএসবি, মনির হোসেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা রাঙ্গামাটি, মেজর তারেক ৬ বেঙ্গল বাঘাইহাট জোন, মাহফুজ রহমান এসিল্যাণ্ড বাঘাইছড়ি, জমির হোসেন মেয়র বাঘাইছড়ি পৌরসভা, ইশতিয়াক আহম্মেদ অফিসার ইনচার্জ বাঘাইছড়ি উপজেলা।

সভায় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান আবদুল কাইয়ুম, সাগরিকা চাকমা, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, মৌজার হেডম্যান,কার্বারী, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রার্থীদের বার্তা দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রার্থীদের পারস্পরিক সম্পর্ক বজায় রেখে আচরণবিধি মেনে চলে অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা চাওয়া হয়।


 

শেয়ার করুন