বাঘাইছড়িতে আয়নামতি ফাউন্ডেশন কতৃক এ. এস. এম. হাশিম পৌর হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ।
গতকাল শুক্রবার সকালে বিদ্যালয় পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আহসান হাবিবের এর সঞ্চালনায় আয়নামতি ফাউন্ডেশন কতৃক এ. এস. এম. পৌর হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়।
স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির চেয়ারম্যান আবু সৈয়দ মোহাম্মদ হাসিম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশের সুপ্রিম কোর্টের সহকারী এটর্নি জেনারেল এডভোকেট ফারজানা আর শম্পা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট ব্যারিষ্টার সামিউল হাশিম জীবন
ও বাঘাইছড়ি মাধ্যমিক শিক্ষা অফিসার বাবু অংজিন মারমা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সিনিয়র সহঃ সভাপতি নুর ইসলাম, শাহ জাহান ডাক্তার
,আব্দুল মান্নান, ওমর ফারুক মাষ্টার, মোহাম্মদ আজিম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তরা বিদ্যালয়ের উন্নয়নের জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান করেন। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।