মাদ্রাসা ও ক্লিনিকের দানবাক্সের তালা ভেঙ্গে টাকা চুরি
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 07-05-2023
ফাইল ছবি : সংগৃহীত

‘চোরে শোনে না ধর্মের কাহিনী’। এমনি ঘটনা ঘটেছে রাঙামাটি রাজস্থলী উপজেলার ইসলামপুর মাদ্রাসায়।  চোরের দল মাদ্রাসা ও পাশ্বর্বতী ক্লিনিকের  দান বাক্সের তালা ভেঙে প্রায় ১০ থেকে ১২ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে।  শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ইসলামপুর মাদ্রসার দায়িত্ব রত শিক্ষক । তিনি বলেন, শুক্রবার রাতে কোনো এক সময় চোরেরা এ ঘটনা ঘটায়। এ নিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

তিনি আরো বলেন, এলাকার মাদকসেবীরা এ চুরির সাথে জড়িত। তবে, যারাই জড়িত থাক না কেন মাদ্রাসার দান বাক্স  চুরি একটি ন্যক্কারজনক কাজ। ইসলামপুর মাদ্রাসা কমিটির সভাপতি সাবেক মেম্বার  মোতালেফ হোসেন জানান, এটি চোরের কাজ না। মাদকসেবীদের কাজ। চোরেরও ধর্ম আছে, তারা এ কাজ করতে পারে না। তবে, এলাকায় খোঁজ খবর নেয়া হচ্ছে। জড়িতদের ধরে আইনের হাতে সোপর্দ করা হবে। আর ইসলামপুর এলাকাতে প্রতিনিয়ত গাঁজা সেবনকারী ও বিক্রেতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ইতিপূর্বে তিন নং বাঙালহালিয়া ইউনিয়নের  শফিপুর  এলাকায় অন্য একটি জামে মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরির ঘটনা ঘটায় শংকিত এলাকাবাসি।

শেয়ার করুন