রাঙামাটি জেলা আওয়ামীলীগের সদ্য ৭৫ সদস্য বিশিষ্ট অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটিতে উপ-দপ্তর সম্পাদকের দায়িত্ব পেয়েছেন, তরুণ সমাজ সেবক হিসেবে পরিচিত, সাবেক ছাত্রনেতা ও রাঙামাটি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসীন রোমান।
গত মঙ্গলবার (২১মার্চ) আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ২৭ জন উপদেষ্টাসহ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন। এতে তিনি কমিটিতে উপ-দপ্তর সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।
রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর এ তথ্য নিশ্চিত করেছেন।
সদ্য অনুমোদিত ৭১ সদস্য বিশিষ্ট ও ২৭ সদস্যের উপদেষ্টা কমিটিতে সহ-সভাপতি ১১জন, যুগ্ন-সাধারণ সম্পাদক ৩জন, সাংগঠনিক সম্পাদক হলেন ৩জন। অন্যান্য সম্পাদকীয় পদ ২০জন, কার্য্যকরি সদস্য ৩৬জন।
মোঃ শহীদুজ্জামান মহসীন রোমান মাঠের কর্মি হিসেবে তার বেশ পরিচিতি রয়েছে রাঙামাটিতে। তার ন¤্র ব্যবহার, বিনয়ী আচরণ, মিশুক প্রকৃতি ও অসীম সাহসিকতার জন্য জেলা সদরে আলোচিত তিনি। আওয়ামীলীগ প্রশ্নে তিনি কখনো আপোষ করেন না। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য অফলাইন ও অনলাইনে তার পদচারণা নজরকারা।
এক প্রশ্নের জবাবে শহীদুজ্জামান মহসীন রোমান জানান, কেন্দ্রীয় কমিটি ও সারা দেশের ন্যায় রাঙামাটি জেলা আওয়ামীলীগেও তরুণ ও সাবেক ছাত্রনেতাদের গুরুত্ব দেওয়া হয়েছে। এজন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই নতুন কমিটি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক ভূমিকা রাখবে। তিনি জানান, কমিটিতে যারা বাদ পড়েছেন তারা অতীতে সংগঠনের জন্য কাজ করেছেন, শ্রম দিয়েছেন। তাদের শ্রম ত্যাগ রয়েছে। সংগঠনের স্বার্থে তাদরে সাথে সম্বনয় করে আগামী দিনগুলোতে নৌকার বিজয় সুনিশ্চিত করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।
শহীদুজ্জামান মহসীন রোমান যেসব দায়িত্ব পালন করেছেন ও রয়েছেন :
তিনি ১৯৯৭ সনে ছাত্র রাজনীতে জড়িত ছিলেন। তৎকালীন সময়ে তিনি রাঙামাটি শহর ছাত্রলীগে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি রাঙামাটি শহরের শ্রমিকদের সংগঠন রাঙামাটি অটোরিক্সা মালিক ও চালক সমিতির বার বার সাধারণ সম্পাদকরে দায়িত্ব সফলতার সাথে পালন করেন। তিনি বর্তমান জন-নন্দিত তরুণ সমাজ সেবক ও জনপ্রতিনিধি হিসেবে রাঙামাটি সদর উপজেলার চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি রাজনীতিবিদ হিসেবে রাঙামাটি জেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি রাঙামাটি-চট্টগ্রাম বাস মালিক সমিতির কার্য্যকরি কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন। সর্বশেষ তিনি রাঙামাটি জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদকের দায়িত্ব পেলেন।
শহীদুজ্জামান মহসীন রোমান সম্পর্কে:
অনেক রাজনীতিবিদ প্রাথমিক শিক্ষার গন্ডি পেরুতে না পারলেও রোমান কিছুটা ব্যতিক্রম; তিনি উচ্চ শিক্ষিত। সম্প্রতি তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সফলতার সাথে এমবিএ পাশ করেছেন।
রোমান শুধু রাজনীতির মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেনি। স্থানীয় পরিবহন সেক্টরে নিজেকে জড়িয়ে এ খাতের নানা সমস্যা সমাধান এবং উন্নয়নে অনন্য ভূমিকা রেখেছেন।
সমাজের দুস্থ, অসহায় পরিবারদের সাহায্য-সহযোগিতা করার লক্ষ্যে গড়ে তুলেছেন বিভিন্ন সামাজিক সংগঠন। এ সংগঠনের মাধ্যমে অসহায় পরিবারের অনেক বিয়ে উপযুক্ত নারীকে আর্থিক সহযোগিতা দিয়ে বিয়ের ব্যবস্থা, মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা এবং রোগীদের চিকিৎসা সেবার ব্যবস্থা করেছেন।
এসব সেবার জন্য তিনি সংগঠনের পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও অনেক দু:স্থ, অসহায় পরিবারের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
তরুন এই রাজনীতিবিদ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে অদ্যবদি পর্যন্ত রাঙামাটি শহরের আওয়ামীলীগ সমর্থিত অন্তত ১৫টি পরিবারকে সম্পূর্ন খরচ বহন করে নিজ উদ্যোগে চালিয়ে নিয়ে যাচ্ছেন। যার নজির ইতিপূর্বে আর কেউই সৃষ্টি করতে পারেনি। তার এহেন সামাজিক দায়িত্বশীল কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করছে সচেতন মহল।