রাঙমাটিতে ২৫শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ( ২৫ মার্চ) সকালে রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান এর সভাপতিত্বে পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, নাসরিন সুলতানা, আঞ্চলিক পরিষদ সদস্য হাজী কামাল উদ্দিন, রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম , জেলার বীর মুক্তিযোদ্ধা, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান উর্ধতন কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ২৫শে মার্চ রাত ছিলো বাঙ্গালী জাতির এক কলঙ্কিত অধ্যায় । যা আর কোনো জাতির জীবনে আসেনি।১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে সারাদেশে গণহত্যা চালায় পাকিস্তানী হানাদার বাহিনীরা। এক রাতে হাজার হাজার বাংলার মানুষকে নির্মম ভাবে হত্যা করে তারা। এর পর শুরু হয় পাকিস্তানী হানাদার বাহিনীর সাথে ৯মাসের মুক্তিযুদ্ধ। ৯মাসের যুদ্ধে প্রাণ হারায় ৩০ লাখ বাংলার বীর সন্তান। তারা আরো বলেন, এদেশে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ঘৃণিত ষড়যন্ত্রকে প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধ হয় কঠোর হস্তে দমন করতে হবে।
এতে ১৯৭১ সালের ২৫ শে মার্চের সেই কালোরাতের স্মৃতিচারণ করেন উপস্থিত বীর মুক্তিযোদ্ধাগণ। উপস্থিত সকলেই শ্রদ্ধাভরে স্মরণ করেন সেই কালো রাতে পাক-হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে জীবন হারানো দেশপ্রেমিক ছাত্র,শিক্ষক, পুলিশ বাহিনীর সদস্যসহ আপামর মুক্তিকামী জনগণকে। পরিশেষে, মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতির পিতার সোনার বাংলা গড়ে তুলার আহবান জানান বক্তারা।