উৎসব মুখর পরিবেশ ও কঠোর নিরাপত্তাবলয়ে রাঙামাটিতে আজ শনিবার ৩য় ধাপে শুরু হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা। শনিবার বেলা ১২ থেকে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রসহ মোট ৬টি কেন্দ্রে এই পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হয়। সর্বমোট তিন দফায় রাঙামাটিতে এই পরীক্ষা অনুষ্টিত হচ্ছে। আজ ৩য় ধাপে ৬টি কেন্দ্রে এই পরিক্ষা শুরু হয়েছে বলে জানিয়েছেন, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার।
আজ ৩য় দফায় শনিবার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে রাঙামাটিতে এ-ইউনিটের ভর্তি পরীক্ষায় ৭ হাজার ৫২০জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়।
এই তিনটি ইউনিটে সর্বমোট ১৯ হাজার ৪৬৩ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করবে বলে গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেছেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. সেলিনা আখতার।