সমাবেশ ঘিরে যে আতঙ্ক ছিল তা আজ নেই: ডিবি প্রধান
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 10-12-2022
ফাইল ছবি : সংগৃহীত

 

সমাবেশ ঘিরে আতঙ্ক ছিল, আজ তা নেই। মানুষ নির্বিঘ্নে সমাবেশে আসতে ও যেতে পারছে। কাউকে বাঁধা দেয়া হচ্ছে না, আটকও করাও হচ্ছে না; এমনটা জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশীদ।

 

শনিবার (১০ডিসেম্বর) সকালে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এদিকে, ডিএমপির অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার বলেছেন, সমাবেশকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

 

সমাবেশ ঘিরে কেউ যাতে কোনো নাশকতা করতে না পারে সেই ব্যবস্থা নেয়া হয়েছে, এমনটাও জানায় পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীটির পক্ষ থেকে বলা হয়, রাস্তায় সমাবেশ যাতে না হয় সেজন্য নয়াপল্টনের রাস্তা বন্ধ আছে। সময়মতো খুলে দেয়া হবে।

 

ডিএমপির কর্মকর্তারা আজকেও সমাবেশের আশপাশের এলাকা পরিদর্শন করেছে। তারা আশা করছেন, সমাবেশ শেষ করে সবাই শান্তিপূর্ণভাবে বাসায় ফিরে যাবেন।

শেয়ার করুন