সাংবাদিকতার আড়ালে কেএনএফ'র নিকট তথ্য পাচারের অভিযোগ লোঙা খুমীর বিরুদ্ধে
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 20-05-2023
ফাইল ছবি : সংগৃহীত

শুক্রবার ১৯মে  রুমা উপজেলার রুমা বাজার হতে জনাব লোঙ্গা খুমী /বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক,জেরী গ্রুপ) এর নেতাকে কেএনএফের সোর্স সন্দেহে, সিনিঃ ওয়াঃ অফিসার সিরাজুল ইসলাম (২৮ বীর) এর নের্তৃত্বে আটক করতঃ রুমা থানায় হস্তান্তর করা হয়েছে।
 উক্ত সাংবাদিক দীর্ঘদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ‍্যমে কেএনএফ কে সাপোর্ট করে তাদের পেইজে লাইক,কমেন্টস করে আসছিল,সে কেএনএফের পুর্বসংগঠন কেএনডিইউ এর একজন সদস‍্য হিসাবে সক্রিয় ছিল।
রুমা থানার মামলা নাম্বার ১ও ৩ নং মামলায় উক্ত সাংবাদিক কে গ্রেফতার দেখিয়ে আজই বান্দরবান কোর্টে প্রেরণ করা হবে।
উক্ত সাংবাদিক ৬ টি জাতী,খুমী, খিয়াং,লুসাই, ম্রো,তঞ্চগ‍্যা, পাংখোয়া উপজাতিদের বিভিন্ন ভাবে অধিকার আদায়ের কথা বলে সর্বদা কেএনএফের সাথে একত্ততা প্রকাশ আসছে।

শেয়ার করুন