নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট কেনাবেচা করার সময় ধাওয়া করে চার মাদক কারবারিকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ানের সদস্যরা। রোববার রাতে রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের মসজিদ মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবাসহ মাদক কারবারি ইব্রাহিম(৪৩), আবু তাহের (৩৯), মোঃ আব্দুল মতিন(৩৩) ও মোঃ রায়হান(১৯)কে হাতেনাতে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুল আমিন। তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে কোতয়ালী থানায় দায়েরকৃত মামলা নং-২২/১৩০, তারিখ ১৮/০৬/২০২৩।
পুলিশ সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএন পুলিশ পরিদর্শক নিরস্ত্র মোঃ আব্দুল বাতেন খানের নেতৃত্বে এসআই মোঃ রবিউল ইসলামসহ সঙ্গীয় ফোর্সরা সন্ধ্যায় হোটেল হিল এড্রেস এর সম্মুখে ইয়াবা বিক্রি হচ্ছে খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌছালে আসামীরা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। তখন পুলিশ সদস্যরা তাদের ধাওয়া করে ধৃত করতে সক্ষম হয়। এ সময় তাদেরকে দেহ তল্লাশি করে ২৫ পিস ইয়াবাসহ ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।
আটককৃতদের সোমবার রাঙামাটির আদালতে প্রেরণ করলে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।