একদল স্বপ্নবাজ তরুন স্বেচ্ছাসেবক যুবক কর্তৃক পরিচালিত স্বপ্নযাত্রী বিদ্যাপীঠ কর্তৃক রাঙামাটি শহরের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরনের পাশাপাশি মেহেদী উৎসব করা হয়েছে।
সোমবার সকালে স্বপ্নযাত্রী ফাউন্ডেশন রাঙামাটি জেলা শাখার উদ্যোগে শহরের শান্তিনগর স্বপ্নযাত্রী বিদ্যা নিকেতনে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে এই মেয়েদের উৎসব ও ঈদ বস্ত্র বিতরণ করা হয়।
মেহেদি উৎসব ও ঈদ বস্ত্র অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক নাসরিন সুলতানা।
এতে স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের রাঙামাটি জেলা শাখার মনিটর আজাদ সিদ্দিকীর সভাপতিত্বে স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
এ সময় অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণসহ শিশুদের সাথে মেহেদী উৎসবে মেতে উঠেন স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের সদস্যরা।