চ্যাম্পিয়নস ট্রফি: গ্রুপ পর্বের শেষ পাঁচ ম্যাচে কী হলে কী হবে
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 26-02-2025
ফাইল ছবি : সংগৃহীত

আট দলের টুর্নামেন্ট। দুই গ্রুপ থেকে সেমিফাইনালে উঠবে চারটি দল। সেই চার দলের দুটিকে এরই মধ্যে পেয়ে গেছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। ‘এ’ গ্রুপ থেকে শেষ চারে খেলা নিশ্চিত করে ফেলেছে ভারত ও নিউজিল্যান্ড। অন্যদিকে এই দুই দলের কাছেই হারা বাংলাদেশ ও পাকিস্তানের প্রথম পর্ব খেলেই বিদায় নিশ্চিত হয়ে গেছে। ‘বি’ গ্রুপ থেকে এখনো কোনো দলের সেমিফাইনাল খেলা নিশ্চিত হয়নি, তেমনি কোনো দল বাদও পড়েনি।

১২ ম্যাচের গ্রুপ পর্বের সাতটি শেষ হয়ে গেছে। এই সাত ম্যাচের একটিতে অবশ্য একটি বলও হতে পারেনি বৃষ্টির কারণে। বাকি পাঁচ ম্যাচের কোনটিতে কী ফল হলে কী হবে, কোন দল এগিয়ে যাবে সেমিফাইনালে পথে, আর কারাই–বা বাংলাদেশ ও পাকিস্তানের পথ ধরবে…।

 

 

চ্যাম্পিয়নস ট্রফি থেকে বাংলাদেশকে বিদায় করে দিয়েছে নিউজিল্যান্ড

চ্যাম্পিয়নস ট্রফি থেকে বাংলাদেশকে বিদায় করে দিয়েছে নিউজিল্যান্ডএএফপি

পয়েন্ট তালিকা গ্রুপ ‘এ’

 ম্যাচজয়হারপয়েন্টনে.রা.রে.
নিউজিল্যান্ড০.৮৬৩
ভারত০.৬৪৭
বাংলাদেশ–০.৪৪৩
পাকিস্তান–১.০৮৭

পয়েন্ট তালিকা গ্রুপ ‘বি’

 ম্যাচজয়হারফল হয়নিপয়েন্টনে.রা.রে.
দক্ষিণ আফ্রিকা২.১৪০
অস্ট্রেলিয়া০.৪৭৫
ইংল্যান্ড–০.৪৭৫
আফগানিস্তান–২.১৪০

 

 

কোন ম্যাচে কী সমীকরণ

আফগানিস্তান-ইংল্যান্ড

২৬ ফেব্রুয়ারি, ভেন্যু: লাহোর

গতকাল অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচটি পরিত্যক্ত হয়ে আফগানিস্তান-ইংল্যান্ড ম্যাচটিকে নকআউট বানিয়ে দিয়েছে। এই ম্যাচে যে দল হারবে সেই দলের প্রথম পর্ব থেকেই বিদায় নিশ্চিত হবে। জিতলে সেমিফাইনালে দৌড়ে টিকে থাকা যাবে ভালোভাবেই। ম্যাচটি পরিত্যক্ত হলে সেমিফাইনালে ওঠার স্বপ্ন বেঁচে থাকবে দুই দলেরই।

বাংলাদেশ-পাকিস্তান

২৭ ফেব্রুয়ারি, ভেন্যু: রাওয়ালপিন্ডি

দুই দলের বাদ পড়া নিশ্চিত। নিছক আনুষ্ঠানিকতা এই ম্যাচ জিতলে গ্রুপে তৃতীয় হবে জয়ী দলটি। ম্যাচ পরিত্যক্ত হলে নেট রান রেটে এগিয়ে থাকায় তৃতীয় হবে বাংলাদেশ।

 

আফগানিস্তান-অস্ট্রেলিয়া

২৮ ফেব্রুয়ারি, ভেন্যু: লাহোর

জিতলে বা ম্যাচ পরিত্যক্ত হলে সেমিফাইনালে উঠে যাবে অস্ট্রেলিয়া। আফগানিস্তান আজ ইংল্যান্ডের বিপক্ষে জয় পেলেও অস্ট্রেলিয়ার কাছে হারলে বাদ পড়ে যাবে। আফগানরা টানা দুই ম্যাচ জিতলে অবশ্য উঠে যাবে সেমিফাইনালে।

ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা

১ মার্চ, ভেন্যু: করাচি

অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচের মতোই হিসাব। জিতলে বা ম্যাচ পরিত্যক্ত হলে সেমিফাইনালে উঠে যাবে দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ড আজ আফগানিস্তানের বিপক্ষে জয় পেলেও দক্ষিণ আফ্রিকার কাছে হারলে বাদ পড়ে যাবে। ইংলিশরা টানা দুই ম্যাচ জিতলে অবশ্য উঠে যাবে সেমিফাইনালে।

ভারত-নিউজিল্যান্ড

২ মার্চ, ভেন্যু: দুবাই

সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে দুই দলেরই। এই ম্যাচটি হবে গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণী। যারা জিতবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে খেলবে ‘বি’ গ্রুপের রানার্সআপের বিপক্ষে। ম্যাচ পরিত্যক্ত হলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে নিউজিল্যান্ড।

শেয়ার করুন