নাজমুল বললেন, চ্যাম্পিয়ন হতেই চ্যাম্পিয়নস ট্রফিতে যাচ্ছেন
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 12-02-2025
ফাইল ছবি : সংগৃহীত

‘আমার কোনো মতামত নেই’—রিকি পন্টিংয়ের কথার পরিপ্রেক্ষিতে এটুকুই বলার আছে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেনের। অস্ট্রেলিয়ান কিংবদন্তি চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের তেমন সম্ভাবনা দেখেন না, এমনই বলেছেন কাল রাতে আইসিসি রিভিউয়ে। বাংলাদেশের চেয়ে আফগানিস্তানকেই এগিয়ে রেখেছেন পন্টিং।

এ নিয়ে অল্পতে থামলেও নাজমুল পরে শুনিয়েছেন বড় স্বপ্নের কথাই। দরজায় কড়া নাড়ছে চ্যাম্পিয়নস ট্রফি। গত পাঁচদিন এ নিয়ে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। এই টুর্নামেন্টের সবশেষ আসরে বাংলাদেশ খেলেছে সেমিফাইনালেও।

 

এখানে যে আটটা দল আছে, সবাই চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য। এই আটটা কোয়ালিটি দল। আমি বিশ্বাস করি আমাদের দলের এই সক্ষমতা আছে।

নাজমুল হোসেন, অধিনায়ক, বাংলাদেশ

এবার লক্ষ্যটা কী? মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এই প্রশ্নের উত্তরও ছোট করে দিলেন নাজমুল। তবে বললেন, ‘আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে যাচ্ছি।’  তাঁর এই এক বাক্যের উত্তরে ভড়কে যাওয়াই স্বাভাবিক। তবে পরে ভিন্ন প্রশ্নে এমন কথা বলার কারণও ব্যাখ্যা করেছেন নাজমুল, ‘আমার কাছে এরকম কোনো কিছু মনে হয় না। এখানে যে আটটা দল আছে, সবাই চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য। এই আটটা কোয়ালিটি দল। আমি বিশ্বাস করি আমাদের দলের এই সক্ষমতা আছে।’

সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন

সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন

কিন্তু প্রত্যাশা নিয়ে গিয়ে খালি হাতে ফেরার অভিজ্ঞতা বাংলাদেশের জন্য পুরোনো। এবার অনেকটা স্পষ্ট করেই চ্যাম্পিয়ন হওয়ার আশা জানালেন নাজমুল। বাংলাদেশ অধিনায়ক পরে অবশ্য জোর দিয়েই বলেছেন, তাঁর দলের সবাইও মন থেকে বিশ্বাস করেন কথাটা।

‘চ্যাম্পিয়ন’ হওয়ার লক্ষ্য দলকে চাপে ফেলবে কি না, প্রশ্নের উত্তরে নাজমুল বলেছেন, ‘আমার মনে হয় না কেউ বাড়তি চাপ অনুভব করে। কারণ, সবাই এটাই চাচ্ছে, সবাই এটাই চায় মনেপ্রাণে, সবাই এটাই বিশ্বাস করে আমাদের ওই সক্ষমতা আছে। আমাদের রিজিকে আল্লাহ কী লিখে রেখেছেন, আমরা জানি না। আমার কাছে মনে হয়, আমরা ওইভাবে মেহনত করছি, আমাদের সততার সঙ্গে কাজ করছি। এবং প্রত্যেক খেলোয়াড় বিশ্বাস করি আমাদের যে লক্ষ্য, ওই লক্ষ্যে পৌঁছাতে পারব।’

লক্ষ্যে পৌঁছানোর প্রস্তুতিটা অবশ্য ভালো হচ্ছে না বাংলাদেশের জন্য। বিপিএলের পর কোনো ওয়ানডে না খেলেই নামতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। বাংলাদেশের তিন প্রতিপক্ষই এখন যেখানে ব্যস্ত আন্তর্জাতিক ক্রিকেটে। ‘সেরা প্রস্তুতি’ যে হয়নি, তা এক দিন আগে বলে গেছেন প্রধান কোচ ফিল সিমন্সও। তবে ওই কথার ভুল ব্যাখ্যাই হয়েছে বলে মনে করেন নাজমুল। বিপিএলে যেমন উইকেটে খেলা হয়েছে, এ নিয়েও আশাবাদী তিনি।  

বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে অধিনায়ক নাজমুল হোসেন

বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে অধিনায়ক নাজমুল হোসেন

নাজমুল বলেছেন, ‘আমার কাছে মনে হয় না কোচ এরকম কোন কিছু বুঝিয়েছে। সংস্করণের দিক থেকে একটু তো ভিন্নতা থাকেই। কিন্তু আমার মনে হয়, যেভাবে ব্যাটসম্যানরা খেলেছে, এই টুর্নামেন্টে উইকেটটা ভালো ছিল, আমরা যে কন্ডিশনে খেলব, আশা করছি, এর চেয়ে ভালো উইকেট থাকবে। ব্যাটসম্যানরা ভালো প্রস্তুতি নিয়েছে। কীভাবে ৫০–৬০–৭০ থেকে ১০০–১৩০ করতে পারে, এটা গুরুত্বপূর্ণ। বোলাররাও এই উইকেটে ভালো বল করেছে। আমাদের হাতে এখনো ছয়–সাত দিন আছে, এর মধ্যে আরও গুছিয়ে নিতে পারব।’

শেয়ার করুন