চাপ নেই, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 06-07-2022
ফাইল ছবি : সংগৃহীত

বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার ঢাকার সাথে যোগাযোগের অন্যতম ব্যস্ততম নৌ-রুট পাটুরিয়া-দৌলতদিয়া। প্রায় সব সময়ই এই নৌ-রুটে যানবহনের চাপ বাড়ায় ঘণ্টার পর ঘণ্টা ফেরির জন্য অপেক্ষা করতে হত। কিন্তু ২৫ জুন ২০২২ইং স্বপ্নের পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে ফেরিঘাটে যানবাহন ও যাত্রীর চাপ কমেছে কয়েক গুণ।

আজ ৬ জুলাই (বুধবার) সকালে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাট এলাকায় গিয়ে যাত্রীবাহী পরিবহনের তেমন চাপ দেখা যায়নি।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মোঃ সালাম হোসেন বলেন, এই নৌ-রুটে ২১টি ফেরি রয়েছে। যানবাহনের বাড়তি চাপ না থাকায় দুটি ফেরি নোঙর করে রাখা হয়েছে। তবে ১৯টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে। বর্তমানে এই ঘাটে ফেরি পারাপারের অপেক্ষায় ২০টির মত পণ্যবাহী ট্রাক রয়েছে।

শেয়ার করুন