রেকর্ড গড়ে দানব হয়ে ফিরলেন অভিষেক, সঙ্গে হায়দরাবাদও
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 13-04-2025
ফাইল ছবি : সংগৃহীত

ব্যক্তিগত ২৮ রানে আউট হয়ে গিয়েছিলেন ইয়াশ ঠাকুরের বলে। কিন্তু ভাগ্য যে আজ অভিষেক শর্মার পক্ষে। আউট হয়েও তাই বেঁচে গেলেন নো বলের কারণে। আর ভাগ্যের দেওয়া এই সুযোগ কাজে লাগাতে একটুও ভুল করলেন না সানরাইজার্স হায়দরাবাদের এই ব্যাটসম্যান। পাঞ্জাব কিংসের বোলারদের কাঁদিয়ে ৪০ বলে করেছেন সেঞ্চুরি। শেষ পর্যন্ত থেমেছেন ৫৫ বলে ১৪১ রান করে।

অভিষেকের এই ইনিংসটি আইপিএলে কোনো ভারতীয় ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস। আর এই অসাধারণ সেঞ্চুরিতেই মূলত পাঞ্জাব কিংসের দেওয়া ২৪৫ রানের পাহাড় টপকে গেছে হায়দরাবাদ। টানা চার হারের পর এই ম্যাচ দিয়ে অবশেষে জয়ে ফিরল হায়দরাবাদ।

 

 

আজ শনিবার রাতে হায়দরাবাদে আগে ব্যাট করে ৬ উইকেটে ২৪৫ রান করে পাঞ্জাব। তবে প্রীতি জিনতার দলের এই রানপাহাড়কেও সাদামাটা বানিয়ে ফেলে হায়দরাবাদ। অভিষেকের সেঞ্চুরির পর হায়দরাবাদ ম্যাচ জিতেছে ৮ উইকেটে। হাতে ছিল আরও ৯ বল।

 

বড় লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আগ্রাসী ছিলেন হায়দরাবাদের দুই ওপেনার ট্রাভিস হেড ও অভিষেক। দুজন মিলেন পাঞ্জাবের বোলারদের রীতিমতো কচুকাটা করেন। এই জুটিতে ৮ম ওভারেই দলীয় ১০০ রান পেরিয়ে যায় হায়দরাবাদ। একপর্যায়ে মনে হচ্ছিল দুই ওপেনারই বোধ হয় ম্যাচ শেষ করে দেবেন।

ফেরার সময় প্রতিপক্ষের বোলার আর্শদ্বীপের কাছ থেকেও সাধুবাদ পান অভিষেক

ফেরার সময় প্রতিপক্ষের বোলার আর্শদ্বীপের কাছ থেকেও সাধুবাদ পান অভিষেকরয়টার্স

 

তবে দলীয় ১৭১ রানে ফেরেন হেড। ফেরার আগে হেডের ব্যাট থেকে আসে ৩৭ বলে ৯ চার ও ৩ ছক্কায় ৬৬ রান। হেডের বিদায়ের পর সেঞ্চুরি তুলে নেন অভিষেক। তবে সেঞ্চুরি করেও সহজে থামেননি এই ওপেনার। ব্যাটিং ঝড়ে দলকে জয়ের দুয়ারে রেখেই শেষ পর্যন্ত ধরেছেন প্যাভিলিয়ানের পথ। ফেরার আগে ১৪ চার ও ১০ ছক্কায় নামের পাশে ঝলমলে ১৪১ রান। অভিষেকের বিদায়ের পর বাকি কাজ সারেন হাইনরিখ ক্লাসেন (২১*)।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন পাঞ্জাবের দুই ওপেনার প্রিয়াংশ আর্য ও প্রভসিমরন সিং। দুজন মিলে করেন ৬৬ রান। ১৩ বলে ৩৬ রান করে আউট হন প্রিয়াংশ।

 

এরপর দলীয় ৯১ রানে ফেরেন প্রভসিমরন। তাঁর ব্যাট থেকে আসে ২৩ বলে ৪২। তবে পাঞ্জাবের হয়ে আসল ঝড়টা তোলেন শ্রেয়াস আইয়ার। ৩৬ বলে ৬ চার ও ৬ ছক্কায় করেন ৮২ রান। আর শেষ দিকে ১১ বলে অপরাজিত ৩৪ রান করেন মার্কাস স্টয়নিস। স্টয়নিসের ঝড়ের পর শেষ পর্যন্ত পাঞ্জাব থামে ২৪৫ রানে।

কিন্তু এই রানও শেষ পর্যন্ত পাঞ্জাবের ম্যাচ জেতার জন্য যথেষ্ট হয়নি। হারের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের। এটি পঞ্চম ম্যাচে পাঞ্জাবের দ্বিতীয় হার। অন্যদিকে ৬ষ্ঠ ম্যাচে দ্বিতীয় জয় দিয়ে তলানি থেকে আটে উঠে এসেছে হায়দরাবাদ।


 

শেয়ার করুন