নাইক্ষ্যংছড়িতে পুলিশের ওপর হামলাকারী জহির উদ্দিনকে গ্রেপ্তার করেছে নাইক্ষ্যংছড়ি থানা'র পুলিশ ও ১১ বিজিবি ।
শনিবার (১৪ জানুয়ারি) বিকেলে নাইক্ষ্যংছড়ি ও রামুর কচ্ছপিয়া ইউনিয়নের সীমান্তবর্তী মৌলভীরকাটা শাইড়িপাড়ার মাস্টার ঘোনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, জহির উদ্দিন দীর্ঘদিন ধরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ফুলতলী, জামছড়ি, কম্বনিয়া সীমান্ত ব্যবহার করে মিয়ানমার থেকে গরু চোরাকারবারী করত। বৃহস্পতিবার চোরাই গরুর একটি চালান আটক করতে গেলে জহির উদ্দিনের নেতৃত্বে নুর মোহাম্মদ, আবুল মনসুরসহ কিছু নারী-পুরুষ পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে পাহাড়ি এলাকা থেকে জহিরকে গ্রেপ্তার করা হয়।এর আগে, সকালে বান্দরবান জেলা শহর থেকে নুর মোহাম্মদ ও আবুল মনসুরকে গ্রেপ্তার করেছে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা টান্টু সাহা জানান, গ্রেপ্তার জহির পুলিশের ওপর হামলাকারী। তার বিরুদ্ধে পুলিশের কাজে বাধা ও হামলার অভিযোগ রয়েছে। এ ছাড়া জহিরের বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।