বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রলীগের আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (৩১ জানুয়ারী) সকাল উপজেলা মুক্তমঞ্চে ছাত্রলীগের গৌরবের ৭৫ তম প্রতিষ্ঠাতা বার্ষিকীতে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি ইরফান মাহাবুব রায়হান।
এসময় ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রনী ভূমিকা পালন করবে ছাত্রলীগ’। এই শ্লোগানে উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা ছাত্রলীগ সভাপতি পু লু মার্মা। অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসলাম বেবী। এসময়, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মানিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ সদস্য আবু তাহের কোম্পানি, তসলিম ইকবাল চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মামুন শিমুল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আব্দু সাত্তার, সাধারণ সম্পাদক চু চো মং মার্মা, শ্রমিকলীগ সভাপতি বদর উল্লাহ কবির বিন্দু, সদর ইউনিয়ন যুবলীগ সভাপতি ফাহিম ইকবাল চৌধুরী খাইরু, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি সানজিদা আক্তার রুনা, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ফয়সাল আজাদ, হাজী ৷ এমএ কালাম সরকারী কলেজ ছাত্রলীগ সভাপতি এম,এন সেলিম, সাধারণ সম্পাদক ইফতেখার আবরার প্রমুখ।
সভার শেষে বিকেল বেলায় প্রধান অতিথি ইসলাম বেবীর কোমলমতি শিক্ষার্থীদের হাতে শীত বস্ত্র ও শিক্ষা সামগ্রী তুলে দেন।