নাইক্ষ্যংছড়ি সীমান্ত সড়কে বালুভর্তি ডাম্পার উল্টে ১ শ্রমিক মৃত্যু
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 15-01-2023
ফাইল ছবি : সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউপির বদরুদ্দীন মিয়াজির চড়া নামক  এলাকার সীমান্ত সড়কে বালুবর্তি ডাম্পার গাড়ি উল্টে এক শ্রমিক নিহত ও তিন জন আহত হয়েছে। রবিবার (১৫ জানুয়ারি) সকাল ১০ টার দিকে  এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম এহেছানুল করিম (২০) সে  নাইক্ষ্যংছড়ি সদর ইউপির চাকঢালা আশরাফমিয়া পাড়া জাহাঙ্গীর আলম ড্রাইভারের ছেলে। এ ঘটনায় ৩জন গুরুতর আহত হয়েছে।  আহত তিন শ্রমিক হলো মোঃ ইউছুফ (১৮) পিতা শামসুল আলম, মিজানুর রহমান (২৩) পিতা নুরুল আমিন, হাবিব উল্লাহ (২২) পিতা নবী হোসেন, তারা উভয়ের বাড়ী সদর ইউপির ছালামী পাড়া বলে জানা গেছে। স্থানীয়রা জানান, গুরুতর আহতদের নাইক্ষ্যংছড়ি ও কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। স্থানীয় চেয়ারম্যান নুরুল আবছার ইমন বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত সড়কে নিয়োজিত একটি ডাম্পার গাড়ি বালু নিয়ে সে খানে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এ দুর্ঘটানা ঘটে। এ সময় ঘটনা স্থলে এহেছান নিহত হয় অপর তিন জন আহত হয়। খবর পেয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল করেন।

 

শেয়ার করুন