বান্দরবানের লামা পৌরসভার “চম্পাতলী বৌদ্ধ বিহার উৎসর্গ অনুষ্ঠান-২০২২’ সম্পন্ন হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) নতুন আঙ্গিকে নির্মিত চম্পাতলী বৌদ্ধ বিহারটি জমকালো আয়োজনের মধ্যদিয়ে উৎসর্গ করা হয়।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উৎসর্গ অনুষ্ঠানে প্রধান ধর্মদেশক হিসাবে উপস্থিত ছিলেন, মহেশখালী বড় রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উ. পাইন্ডিচ্চা মহাথের। সভাপতিত্ব করেন, লামার সাবেক বিলছড়ি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উঃ পাইন্ডাওয়েছা মহাথের।
দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে ছিল ভোরে পরিত্রাণ পাঠ, পুষ্পপূজা ও ভিক্ষুসংঘের প্রাতঃরাশ, বুদ্ধপূজা, সংঘদান ও ভিক্ষু সংঘের ধর্ম দেশনা, মধ্যহ্নভোজ, অনুত্তর পূণ্যক্ষেত্র ভিক্ষু সংঘকে পিন্ডদান এবং ধর্মসভা।
ধর্মসভায় ধর্মদেশনার মাধ্যমে প্রধান ধর্মদেশক মহেশখালী বড় রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উ. পাইন্ডিচ্চা মহাথের বলেন, ‘মুক্তির অহিংসা বাণী ছড়িয়ে যাক মানুষে মানুষে এবং সামনের দিনগুলোতে শান্তি ফিরে আসুক ধর্মপ্রাণ বৌদ্ধ ধর্মাবলম্বীদের’ এমন প্রার্থনার মধ্যদিয়ে উৎসর্গ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
বক্তব্যে পার্বত্যমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র হাত ধরে উন্নয়নের ছোঁয়া লেগেছে সবখানে। সকল ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নয়নের ছোঁয়া লেগেছে। চম্পাতলী বৌদ্ধ বিহারের উন্নয়নে পাশে থাকবো। এসময় তিনি অনুষ্ঠানের নগদ অর্থ অনুদান ঘোষণা করেন।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি লামা পৌরসভার ১নং ওয়ার্ড চম্পাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পৌরসভার জায়গায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী ¤্রাে সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের লেখা পড়ার সুবিধার্থে ম্রো ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
সকালে পার্বত্য মন্ত্রী বান্দরবানের আলীকদমের শিলবুনিয়া মার্মা পাড়ায় মারাইংতং পাহাড়স্থল প্রাঙ্গণে মারাইংতং ধম্মা জেদী বৌদ্ধ বিহারের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মাঙ্গলিক ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন। মারাইংতং ধম্ম জেদী বৌদ্ধ বিহারে প্রতিষ্ঠাতা ভদন্ত উঃ উইচারা মহাথের ভান্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মারাইংতং ধম্মা জেদী ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।