বান্দরবান নাইক্ষ্যংছড়িতে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে মোহাম্মদ আলম (৫০) নামে এক কৃষকের মৃত্যুর হয়েছে।
বুধবার (২৫ জানুয়ারি) বেলা ১২টায় বাইশারীর ইউনিয়নের করলিয়ামুড়া সোহেল রানার রাবার বাগান নামক স্থানে এই ঘটনাটি হয়।
নিহত কৃষক - মোহাম্মদ আলম (৫০), সে বাইশারীর উত্তর করলিয়া মুড়া ৪ নং ওয়ার্ডের মৃত কবির আহমদের ছেলে।
স্থানীয়রা জানান, ভোরে উলুফুল (ঝাঁড়ু) সংগ্রহ করতে জঙ্গলে যান কৃষক। সংগ্রহ শেষে নিজ বাড়িতে ফেরার পথে পথিকের মধ্যে বন্য হাতির আক্রমন চালালে হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যায় স্থানীরা।
বাইশারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আলম বলেন, বুধবার ভোরে নিহত ব্যক্তি উলুফুল (ঝাঁড়ু) সংগ্রহ করতে ঘটনাস্থলে গিয়েছিলেন। ফেরার পথে একটি বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে সে মারা যায়। বিষয়টি বন বিভাগকে জানানো হয়েছে।