সরকারের ৭শ কোটি টাকার উন্নয়নে বদলে গেছে আলীকদম
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 25-12-2023
ফাইল ছবি : সংগৃহীত

পার্বত্য চট্টগ্রামের চলমান অশান্ত পরিবেশের মুলে রয়েছে পার্বত্য শান্তি চুক্তি পুর্নাঙ্গভাবে বাস্তবায়ন না হওয়া। চুক্তি বাস্তবায়নে যত দেরি হবে, ততই পার্বত্য চট্টগ্রামে অশান্ত পরিবেশ বজায় থাকবে। গ্রুপিং তৈরি হবে, চাঁদাবাজি বাড়বে, রক্ত ঝড়বে। তাই যত দ্রুত সম্ভব চুক্তির পুর্নাঙ্গ বাস্তবায়ন করতে হবে।

আজ শুক্রবার (২ ডিসেম্বর) সকালে রাঙামাটির কুমার সমিত রায় জিমনেশিয়াম প্রাঙ্গনে পার্বত্য চুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি রাঙামাটি কমিটির আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার এসব কথা বলেন।

তিনি বলেন, চুক্তির ২৫ বছর হয়ে গেল এখনও পর্যন্ত চুক্তি বাস্তবায়নে আমাদের আন্দোলন সংগ্রাম করতে হচ্ছে। গত ২৫ বছরে অনেক সমস্যার সমাধান হয়নি একমাত্র চুক্তি বাস্তবায়ন না হওয়ার কারণে। সরকার রাজনৈতিক ভাবে সমাধান না করে শক্তি প্রয়োগে পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধান করতে চাইছে, এটা দুঃখজনক। তিনি আবারো সরকারকে চুক্তি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ গ্রহনের উদ্যোগ নেয়ার আহবান জানিয়ে বলেন, চুক্তি বাস্তবায়নে এগিয়ে আসুন, নয়তো জুম্ম জনগণ আবারো আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে।

রাঙামাটি জেলা কমিটির সভাপতি গঙ্গা মানিক চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম আদিবাসী ফোরাম পার্বত্য অঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, এমএন লারমা মোমিরিয়াল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেমন চাকমা, বাংলাদেশ যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মনি চাকমা প্রমুখ।
এদিকে চুক্তির ২৫ বছর উপলক্ষে জেলা আওয়ামী লীগ, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও রাঙামাটি রিজিয়ন নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।


 

শেয়ার করুন