বান্দরবানের আলীকদমের দূর্গম এলাকায় স্থানীয় অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে বস্ত্র ও ইফতার সামগ্রী বিতরণসহ ফ্রি মেডিক্যাল ক্যাম্প করেছে আলীকদম ব্যাটালিয়ন-৫৭ বিজিবি।
আজ ৯ এপ্রিল (শনিবার) সকালে আলীকদম ব্যাটালিয়ন-৫৭ বিজিবির সার্বিক তত্ত্বাবধানে ব্যাটালিয়ন সদর প্রাঙ্গনে বান্দরবান সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার উপস্থিতিতে স্থানীয় দুঃস্থ অসহায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙ্গালী পরিবারের মাঝে ১শ টি শাড়ী, ১শ টি লুঙ্গি এবং ১শ প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ ও ২ শতাধিক মানুষের জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করেন।
এ সময় বান্দরবান সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার বলেন, আলীকদম ব্যাটালিয়ন-৫৭ বিজিবি বাংলাদেশের দুর্গম থানচি উপজেলার বাংলাদেশ-মায়ানমার সীমান্তের বিজিবি ক্যাম্পগুলো দায়িত্ব পালন করছে। আলীকদম ব্যাটালিয়ন-৫৭ বিজিবি প্রতিষ্ঠার পর থেকে আলীকদম ও থানচি সীমান্তে বিভিন্ন সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় জনগণের জন্য দায়িত্ব পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
এ সময় আলীকদম ব্যাটালিয়নের-৫৭ বিজিবির অধিনায়কসহ সকল কর্মকর্তা এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।