ট্রাফিক বিভাগের নিস্ক্রিয়তায় একের পর এক দূর্ঘটনা ঘটলেও নিয়মনীতির তোয়াক্কা না করেই বান্দরবানের আলীকদমে চলছে স্থানীয় যাত্রী পরিবহণ সার্ভিস “ইজিবাইক” যা টমটম। কিন্তু এই টমটমের সুবিধার চেয়ে অসুবিধা এখন বেশি হয়ে দাঁড়িয়েছে, সাধারণ জনসাধারণ সড়কে চলাচল করতে গেলেই পিছঁন দিক থেকে এসে হঠাৎ করেই এই টমটম গিয়ে শরীরে দিচ্ছে ধাক্কা, আর এতে সড়কে ছিটকে পড়ে প্রতিদিনই ঘটছে ছোট বড় নানা দুর্ঘটনা।
চলতি বছরে জানুয়ারি থেকে ৪ জুন পর্যন্ত ইজি বাইকের দূর্ঘটনায় ২ জনের মৃত্যু; নিহত দু’জনই শিশু। আহত হয়েছে অনন্ত কয়েক শতাধিক।
সরজমিনে আলীকদমে পুরো উপজেলায় বিভিন্ন জায়গায় ঘুরে দেখা যায়, ইজি বাইকের অনেক চালকের বয়স আঠারো বছরের নিচে। জীবিকার তাগিদে তারা ইজি বাইক চালালেও নিয়মনীতি তোয়াক্কা করছে না। ফলে সাধারণ জনসাধারণ দূর্ঘটনা শিকার হচ্ছে বেশি।
সংলিষ্ট সূত্রে জানা যায়, ইজি বাইকের জন্য ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স দেওয়া হলেও চালকদের জন্য কোনো নিয়ম কিংবা লাইসেন্স না থাকায় অনেকে বেপরোয়া হয়ে উঠেছেন। অন্যদিকে বিভিন্ন দপ্তরে মাসোয়ারা নিয়ে চলছে এই ইজি বাইক।