জমি দখলের চেষ্টা ও শারীরিক নির্যাতনের ফৌজদারি মামলায় বান্দরবানের আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল উদ্দিনসহ তার পরিবারের ৫ সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত।
আজ বুধবার (১২জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে জেলা ও দায়রা জজ আদালতে জয়নাল আবেদিনসহ তার পরিবারের সদস্যরা জামিনের আবেদন করলে বিচারক মো. ফজলে এলাহী ভূইয়া আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা (এও) মো. কামরুল হাসান এই তথ্য নিশ্চিত করেন।
এই মামলায় জেলহাজতে পাঠানো হয় ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন, তার ভাই জামাল উদ্দিন, কামাল উদ্দিন, মহিউদ্দিন ও বাবা নুরুল কবির। তারা সবাই ইউনিয়নের নুরুল কবির মেম্বার পাড়া এলাকার বাসিন্দা।