বান্দরবানের থানচি উপজেলায় দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে গাজা গাছসহ পপিক্ষেত ধ্বংস করেছে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)।
সোমবার (৬ মার্চ) দুপুরে তিন্দু ইউনিয়নের পাতুইপাড়া এলাকায় এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে গহীন অরণ্যের এই অভিযান চালায় বিজিবি। অভিযানে নেতৃত্ব দেন বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার মুন্সী ইমদাদুর রহমান। এসময় তিন্দু ইউনিয়নের পাতুইপাড়া এলাকায় ৯টি গহীন পাহাড়ের অভিযান চালিয়ে ৬০ একর পপিক্ষেত ও ২৫টি গাজা গাছ ধ্বংস করা হয়। এই আগেও মাসব্যাপী সাড়াশি অভিযানে ৩শত একরের অধিক পপিক্ষেত ধ্বংস করেছে বলে বিজিবি সূত্রে জানা যায়।।
বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার মুন্সী ইমদাদুর রহমান জানান, পার্বত্য এলাকায় মাদক চোরাচালান নির্মূল দমনে ব্যাটালিয়নের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধিসহ এ ধরণের মাদক নির্মূল অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।