বান্দরবান থানচিতে ফেরার পথে সন্ত্রাসীদের অতর্কিত গুলিতে ট্রাক চালক মো. জালাল (২৭) একজন গুলিবিদ্ধ হয়েছে। একই ঘটনায় মো. ফোরকান (২৯) নামের আরেক শ্রমিক গুরুতর আহত হন। এছাড়াও গাড়িতে থাকা ৪ জন শ্রমিক ভয়ে পালিয়ে গেছে বলে জানা গেছে।
শনিবার (১১মার্চ) বিকালে থানচি উপজেলা লিক্রে নতুন সড়কের ২১ কিলো থামলক পাড়া নামক এলাকায় এই ঘটনাটি ঘটে।
ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন থানচি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে থানচি লিটক্রে নতুন সড়ক হয়ে দুটি ট্রাকের দু’জন ড্রাইভারসহ ৬ জন শ্রমিক নিয়ে ৪৫ কিলোমিটারের এলাকায় ইট পৌঁছে দেয়। ফেরার পথে একই সড়কের ২১ কিলো নামক স্থানে থামলক পাড়া এলাকায় পৌছালে দুটি ট্রাকের উদ্দেশ্যে অতর্কিতভাবে গুলি চালায় সন্ত্রাসীরা। ঘটনাস্থলে ট্রাক চালক মো. জালাল গুলিবিদ্ধ হয় ও মো. ফোরকান নামে আরেক এক শ্রমিক গুরুতর আহত হন। স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহত দুইজনকে উদ্ধার করে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার শেষে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক জানান, ফেরার পথে সন্ত্রাসীরা অতর্কিতভাবে গুলি চালালে একজন গুলিবিদ্ধ ও অপর একজন আহত হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।