নাইক্ষ্যছড়িতে অবৈধ ইটভাটায় অভিযান, ৪ লক্ষ টাকা জরিমানা
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 10-11-2023
ফাইল ছবি : সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ও ঘুমধুম ইউনিয়নে অবৈধভাবে গড়ে উঠা বিভিন্ন ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

গত বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মার নেতৃত্বে ঘুমধুম ও সোনাইছড়ি ইউনিয়নের বিভিন্নস্থানে অবৈধভাবে গড়ে উঠা ইটভাটায় এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় ইট প্রস্তুুত ও ভাটা স্থাপন আইন অনুযায়ী বিভিন্ন ধারা লংঘন করে নিষিদ্ধ এলাকায় ইটভাটা পরিচালনা করার দায়ে ২টি ইটভাটাকে (বিএইচ বি ব্রিকস,এএসবি ব্রিকস) কে ২লক্ষ করে সর্বমোট ৪ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক জরিমানা আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তর বান্দরবানের সহকারী পরিচালক মো.ফখর উদ্দিন চৌধুরী জানান, বেআইনিভাবে গড়া উঠা প্রতিটি ইট ভাটার বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চলমান রয়েছে, আগামীতে ও এই অভিযান চলমান থাকবে।

শেয়ার করুন