বান্দরবানে থানচি উপজেলার প্রাতা পাড়ায় ফিরে আসা বম পরিবারকে সরেজমিনের দেখতে গেলেন উপজেলার প্রশাসনিক কর্মকর্তা। এসময় ১১ পরিবারের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বললেন থানচি উপজেলার প্রশাসনিক কর্মকর্তা (ইউএনও), তিনি সাময়িক ভাবে খাদ্য সামগ্রী প্রদান করেন। আজ বৃহস্পতিবার ২৩ নভেম্বর বিকাল ৪টায় প্রাতা পাড়া পরিদর্শন করেন তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এসময় প্রাতা পাড়ার প্রতি পরিবারকে চাউল ২০ কেজি, ডাল ১ কেজি, লবন ১ কেজি, চিনি ১ কেজি, তৈল ১ কেজি,মরিচের গুরো ১০০ গ্রাম, হলুদ গুরো ২০০ গ্রাম, ধনিয়াল গুরো ১০০ গ্রাম প্যাকেট বম পরিবারের হাতে তুলে দেয়া হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা: আবুল মনসুর বলেন, সাময়িক ভাবে মোকাবেলার জন্য খাদ্য সামগ্রী প্রদান করেছি, বরাদ্ধ হাতে আসলে আরও সহযোগীতা দেবো। পরিদর্শনের সময় সহকারী কমিশনার ভূমি সেটু কুমার বড়ুয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও মো: সূজন মিঞা, সদর ইউপি চেয়ারম্যান অ্যপ্রু ম্রো উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত বুধবার পার্বত্য জেলার জনপ্রিয় নিউজ পোর্টাল পাহাড় বার্তা’য় “পৃথিবীতে আর কোথাও যেন এমন সংঘাত না হয়” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হলে প্রশাসনের দৃষ্টিগোচর হয়।