বর্তমান সরকার প্রত্যেক ধর্মের কল্যাণে কাজ করছে : বীর বাহাদুর
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 13-05-2024
ফাইল ছবি : সংগৃহীত

বর্তমান সরকার প্রত্যেক ধর্মের কল্যাণে কাজ করছে। আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের কথা চিন্তা করেন এবং প্রত্যেক ধর্মের উন্নয়নে প্রতিনিয়ত নানা ধরণের পরিকল্পনা বাস্তবায়ন করেন।

 

আজ সোমবার (১৩ মে) দুপুরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের বাস্তবায়নে প্রায় ৭০ লক্ষ টাকা ব্যয়ে দুইটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে বালাঘাটা সার্বজনীন শ্রী শ্রী রক্ষাকালী মন্দির প্রাঙ্গনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্য রাখতে গিয়ে ৩০০নং আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং এমপি এমন মন্তব্য করেন।

এসময় বীর বাহাদুর উশৈসিং এমপি আরো বলেন, ধর্ম হবে যার যার, দেশ হবে আমাদের সবার। ধর্মীয় সম্প্রীতি রক্ষা করে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে বসবাস করে বাংলাদেশের উন্নয়ন তরান্বিত করতে হবে।

শেয়ার করুন