বান্দরবানে মারমা থেকে বাংলা অনুবাদ অভিধান মোড়ক উন্মোচন
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 08-04-2022
ফাইল ছবি : সংগৃহীত

বান্দরবানে মারমা থেকে বাংলা আবার বাংলা থেকে মারমা  অভিধান বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। অভিধানের মাধ্যমে পাঠকরা ক্ষুদ্র নৃগোষ্ঠি মারমা সম্প্রদায়ের ভাষা-বাংলায় এবং বাংলা ভাষা মারমায় অনুবাদ হবে। এতে উভয় সমাজের মধ্যে একটি সংযোগ সেতু তৈরী করবে বইটি।

আজ  ৮ এপ্রিল (শুক্রবার) সকালে বান্দরবানের মাস্টার গেস্ট হাউসের সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মারমা-বাংলা অভিধান এর মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও মারমা ভাষা লেখক ক্য শৈ প্রু খোকা।

এসময় অনুষ্ঠানে মারমা-বাংলা অভিধান এর লেখক জুয়েল বড়–য়া আনুষ্ঠানিকভাবে মারমা-বাংলা অভিধান এর মোড়ক উন্মোচন করেন এবং এই অভিধানটি পাঠকদের কাছে খুবই জনপ্রিয় একটি বই হিসেবে গুরত্ব পাবে বলে প্রত্যাশা করেন।

এসময় তিনি আরো বলেন, বাংলাদেশে প্রথমবারের মত ক্ষুদ্র নৃগোষ্ঠি মারমা সম্প্রদায়ের ভাষাকে বাংলায় রুপান্তর করে এই অভিধান প্রকাশ করা হয়েছে। এই অভিধানের মাধ্যমে মারমা ভাষার প্রতিটি শব্দের অর্থ বাংলায় উচ্চারণ এবং বাংলা ভাষার প্রতিটি শব্দের অর্থ মারমা ভাষায় উচ্চারণ করা সহজ হবে।

এসময় মারমা-বাংলা অভিধান এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াইচ প্রু মাস্টার, ডা. মং উসাথোয়াই, মানবাধিকার কর্মী ডনাই প্রু নেলী, অংচমং মারমা, সাংস্কৃতিক কর্মী ক্যসামং,পার্বত্য জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা উচিংমংসহ বিভিন্ন লেখক,কবি,সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন