বান্দরবানের রুমা ও থানচিসহ বিভিন্ন উপজেলায় সন্ত্রাস বিরোধী যৌথ বাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সদস্য সন্দেহে ৫৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী।
আজ ৮ এপ্রিল সোমবার সন্ধ্যা ৬ টায় জেলা পুলিশ সুপার সৈকত শাহীন পাহাড়বার্তা’কে ফোনে বলেন, এই পর্যন্ত জেলায় যৌথ অভিযানে ৫৪ জন কে আটক হয়েছে।
তিনি আরো বলেন, থানচি ও রুমা উপজেলা থেকে সবচেয়ে বেশি আটক করা হয়েছে, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তারা কেএনএফ সদস্য।
প্রসঙ্গত, গত ২ এপ্রিল রাতে রুমার সোনালী ব্যাংকে শতাধিক কেএনএফ সদস্য অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে হামলা করে অস্ত্রের মুখে পুলিশ, আনসার সদস্যদের জিম্মি করে ১৪টি অস্ত্র লুট ও সোনালী ব্যাংকের ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণ করে। এ ঘটনার সতেরো ঘন্টার মধ্যে ৩ এপ্রিল থানচিতে গুলিবর্ষণ এবং কৃষি ও সোনালী ব্যাংক থেকে ১৫ লাখ টাকা লুট ও ৪ এপ্রিল ফের থানচির সোনালী ব্যাংক ও বাজারে আক্রমন করলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর থেকে কেএনএফ দমনে পাহাড়ে যৌথ অভিযান পরিচালনা করছে যৌথ বাহিনী।