মানিকছড়িতে চেয়ারম্যানসহ ১০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 26-01-2022
ফাইল ছবি : সংগৃহীত

পাবর্ত্য খাগড়াছড়ির মানিকছড়ির তিনট্যহরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আবুল কালাম আাজাদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদে চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন। শুধু তিনিই নয় কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ভোটের আগেই মানিকছড়ির তিন ইউনিয়নে সাধারণ ওয়ার্ডের ৯ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ২৬ ডিসেম্বর (রোববার) খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তিন ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
জানা গেছে, মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন সোমবার (৬ ডিসেম্বর) তিনট্যহরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এসএম আনোয়ার হোসেন ভুইয়া তার মনোনয়নপত্র প্রত্যাহার করায় টানা দ্বিতীয় মেয়াদের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হতে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আবুল কালাম আজাদ।

এছাড়াও কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সাধারণ সদস্য পদে নির্বাচিত হতে যাচ্ছেন মানিকছড়ি সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে মো. ইদ্রিস ইসলাম বাচ্চু, ৬নং ওয়ার্ডে মো. আইয়ূব, ৭নং ওয়ার্ডে মো. হানিফ ও ৮নং ওয়ার্ডে মো. মনির হোসেন ভুইয়া।

অন্যদিকে ২নং বাটনাতলী ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৬নং ওয়ার্ডে মো. আবুল হাসেম, ৭নং ওয়ার্ডে মো. আবদুল মমিন ও ৮ নং ওয়ার্ডে মানিক ত্রিপুরা বিনা ভোটে জয়ী হচ্ছেন। ৪নং তিনট্যহরী ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৪নং ওয়ার্ডে মো. শাহ আলম ও ৭ নং ওয়ার্ডে কংচাইরী মারমা বিনা ভোটে জয়ী হতে যাচ্ছেন।

মানিকছড়ি উপজেলা নির্বাচন অফিসার মো. শওকত আলী চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন