বান্দরবানের ১৪৪ তম রাজপূণ্যাহ আয়োজনের দাবি
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 22-12-2022
ফাইল ছবি : সংগৃহীত

বান্দরবান পার্বত্য জেলার ঐতিহ্যবাহী রাজকর আদায়ের উৎসব, রাজ পূন্যাহ মেলা প্রতিবছর ডিসেম্বর বা জানুয়ারিতে আয়োজন করা হলেও গত ৩ .বোমাং রাজা উ: উচপ্রু এর কাছে প্রেরিত হেডম্যান ও কারবারিদের স্বাক্ষরিত এক পত্রে বলা হয়, বোমাং সার্কেলের হেডম্যান, কারবারি ও প্রজারা মহামারি করোনা ও নানা প্রতিকূলতায় বেশ কয়েকবছর বিশ্ব ঐতিহ্যের অংশস্বরুপ দক্ষিণ এশিয়ার নৃ-তাত্বিক অধিবাসী অধ্যুষিত ১৩টি জাতিসত্বার বোমাং সার্কেলে বাৎসরিক খাজনা আদায় উৎসব রাজ পূণ্যাহ অনুষ্ঠানের ধারাবাহিকতায় রাজদর্শনে পূর্নপ্রত্যাশি আপামর প্রজাদের মতো আমরাও মর্মাহত। রাজপূণ্যাহর এই ছন্দপতন অনভ্রিপ্রেত ও অপ্রত্যাশিত, আমরা রাজপূণ্যাহ’র আয়োজনের দাবী জানায়।

শেয়ার করুন