রুমায় কঠিন চীবর দানোৎসব
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 22-11-2023
ফাইল ছবি : সংগৃহীত

ধর্মীয় ভাব গম্ভীর্যে ও ব্যাপক উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়ে বান্দরবানের রুমায় বটতলী পাড়া বৌদ্ধ বিহারে আজ বুধবার দানোত্তম “কঠিন চীবর দানোৎসব” সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে গৃহিত কর্মসূচির মধ্যে ছিল, সকালে ফুল পুঁজা, পিন্ডদান ও বেলা ১১ টায় ভিক্ষু সংঘের ছোয়াইং দান।

বিকাল তিনটায় কল্পতরুসহ মূল অনুষ্ঠান কঠিন চীবর দান। কঠিন চীবর দানের তাৎপর্য নিয়ে আলোচনা সভায় এতে সভাপতিত্ব করেন বটতলী পাড়া বৌদ্ধ বিহারে অধ্যক্ষ ডাইম্মারাহ থেরো। অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে রুমার পলিকা পাড়া বৌদ্ধ বিহারে অধ্যক্ষ উ ইন্দিরিয়া মহাথেরো দানোত্তম কঠিন চীবর দানোৎসবের আলোকে দেশনা প্রদান করেন।

এর আগে গৌতম বুদ্ধের প্রবর্তিত কঠিন চীবর দানোত্তম এর তাৎপর্য নিয়ে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন চান্দা পাড়া বৌদ্ধ বিহারাধ্যক্ষ উ সুমা্না থেরো ও চাইক্রাপাং বিহারাধ্যক্ষ উ পয়ঞ্যাহ্ ভিক্ষু।

এসময় রুমা অগ্রবংশ অনাথালয়ের পরিচালক উ নাইন্দিয়া থেরো উপস্থিত ছিলেন। উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা, চান্সদা মৌজা হেডম্যান ছামংউ মারমা, রুমা প্রেস ক্লাবের সভাপতি শৈহ্লাচিং মারমা, বটতলী পাড়া কারবারি থোয়াইচিং মারমা, রুমা সদর ইউপি ৬নং ওয়ার্ডের মেমং মারমা, সাবেক মেম্বার আগ্যমং মারমা সহ স্থানীয় জনপ্রতিনিধিরা ও বটতলী পাড়াসহ বিভিন্ন পাড়ার নর-নারীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

কঠিন চীবর মুল অনুষ্ঠান প্রারম্ভে আগত দায়ক-দায়িকাদের পঞ্চশীল দেশনা দেন ছাংউখ্যং বৌদ্ধ বিহারে অধ্যক্ষ কইন্দিঞো মহাথেরো। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে হাজার প্রদীপ প্রজ্জ্বলণ ও মারমাদের লোকনাট্য জ্যাত্ নৃত্যের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

শেয়ার করুন