বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার রামথার কারবারি পাড়ায় সশস্ত্র সন্ত্রাসীদের মধ্যে গুলিবিনিময়ের ঘটনায় একজন নিহত ও দু’জন আহত হয়েছেন। নিহত থমচু বম (৭৪) রামথার পাড়ার কারবারি পাড়া প্রধান। আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
বুধবার (২২ মার্চ) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে লাশ উদ্ধার করেছে।
এ ঘটনার পর ওই এলাকায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। রামথারপাড়াসহ আশেপাশের পাড়া থেকে লোকজন আতঙ্কে নিরাপদ জায়গায় সরে গেছে। বর্তমানে ওই এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছে।
বান্দরবানের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানিয়েছেন, রোয়াংছড়ি সদর থেকে ১৫ কিলোমিটার দূরে দুর্গম রামথারপাড়া এলাকায় গুলিবিদ্ধ এক ব্যক্তির লাশ পড়ে আছে খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা সেখানে যায়। পরে সেখান থেকে থমচু বম নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আরো দু’জন আহত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।