বান্দরবান জেলার লামা পৌর এলাকায় পুকুরের পানিতে ডুবে মো. সাহেদ নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে পৌর এলাকার ছাগল খাইয়া গ্রামে দূর্ঘটনাটি ঘটে। মৃত মো. সাহেদ ছাগল খাইয়া গ্রামের বাসিন্দা মো. রাশেদের ছেলে।
সূত্র জানায়, মঙ্গলবার দুপুর ২টার দিকে শিশু মো. সাহেদ বাড়ির আঙ্গিনায় খেলা করছিল। এক পর্যায়ে সাহেদ পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে স্বজনেরা অনেক খোঁজখুঁজির পর ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সাহেদকে মৃত ঘোষনা করেন।
এই বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ বলেন, বিষয়টি শুনেছি, মর্মান্তিক।