কার্নেট সুবিধায় আনা গাড়ির নিলাম: ২টি চাবি হস্তান্তর
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 09-02-2022
ফাইল ছবি : সংগৃহীত

বছরের পর বছর বন্দরে আটকে থাকা কার্নেট সুবিধায় আনা বিখ্যাত সব ব্রান্ডের গাড়ির নিলাম প্রক্রিয়া আলোর মুখ দেখেছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সিপি (ক্লিয়ারেন্স পারমিট) জটিলতার অবসানের পর বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মো. ফখরুল আলম দুই নিলামকারীর হাতে গাড়ির চাবি তুলে দিয়েছেন।
প্রথম ধাপে ৩টি গাড়ি সিপি পেয়েছে।  
এর ফলে ১০-১১ বছর আগে আটক করা বিভিন্ন ব্রান্ডের ১১২টি গাড়ি নিলামে বাধা রইল না। নতুন করে নিলাম হবে, যে নিলামকারী বেশি দর দেবেন তিনি গাড়ি পাবেন।

কাস্টম হাউস সূত্রে জানা গেছে, সিপি পাওয়া তিনটি গাড়ির মধ্যে ২০০৬ সালে তৈরি ৬ সিলিন্ডারের ২৪৯৭ সিসির z4 sport auto মডেলের বিএমডব্লিউ কারটি আয়কর ভ্যাটসহ ৫৯ লাখ ৫৭ হাজার ২৫০ টাকায় নিলামে পেয়েছে চট্টগ্রামের আগ্রাবাদের আমিন কোট নিমতলার সাইফ অটো মোবাইলস। জার্মানির তৈরি গাড়িটির জন্য কাস্টমসের সংরক্ষিত মূল্য ছিল ১ কোটি ২৯ লাখ ৫৯ হাজার ২৯১ টাকা। সর্বোচ্চ বিড মূল্য ছিল ৫০ লাখ ৭০ হাজার টাকা। যা সংরক্ষিত মূল্যের মাত্র ৩৯ দশমিক ১২ শতাংশ। নিয়ম অনুযায়ী নিলাম ডাকের ১০ শতাংশ অগ্রীম আয়কর হিসেবে ৫ লাখ ৭ হাজার এবং ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট হিসেবে ৩ লাখ ৮০ হাজার ২৫০ টাকা দিতে হয়েছে। 
জাপানে তৈরি LC4 D-A4 AUTO মডেলের টয়োটা ল্যান্ড ক্রুজারটি ৪ লাখ ১০ হাজার ১০ টাকা অগ্রীম আয়কর ও ৩ লাখ ৭ হাজার ৫০৮ টাকা ভ্যাটসহ ৪৮ লাখ ১৭ হাজার ৬১৮ টাকায় পেয়েছে খুলনার ফুলতলা উত্তরা ডিআইএইচআইর সুপার জুট মিলস লিমিটেড। ২০০৪ সালে তৈরি ৪ চাকার এ গাড়ির সংরক্ষিত মূল্য ছিল ১ কোটি ২৯ লাখ ৮৩ হাজার ৫৩১ টাকা। সর্বোচ্চ বিড মূল্য ছিল ৪১ লাখ ১০০ টাকা। যা সংরক্ষিত মূল্যের ৩১ দশমিক ৫৮ শতাংশ।  

২০০৭ সালে জার্মানির তৈরি 73old se auto মডেলের ২৯৯৩ সিসির বিএমডব্লিউ কারটি পেয়েছে চট্টগ্রামের ডবলমুরিং থানার ডিটি রোডের খাজা সায়মা টাওয়ারের ফারজানা ট্রেডিং। ৬ সিলিন্ডারের ২ কোটি ৩৮ লাখ ১৩ হাজার ৯৬০ টাকা সংরক্ষিত মূল্যের গাড়িটির সর্বোচ্চ বিড মূল্য ছিল ৫৩ লাখ টাকা। যা মাত্র ২২ দশমিক ২৫ শতাংশ। ভ্যাট ও আয়কর মিলে গাড়িটির নিলাম মূল্য পড়েছে ৬২ লাখ ২৭ হাজার ৫০০ টাকা।  
 

শেয়ার করুন