কক্সবাজারের চকরিয়ায় আমির হোসেন হত্যা মামলার পলাতক আসামী আবদুর রহমান (৪০) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ২৩ জুন (বৃহস্পতিবার) ভোর রাতে অভিযান চালিয়ে ডুলাহাজারার ডুমখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই এলাকার মোঃ ইউসুফের ছেলে আবদুর রহমান।
চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, ডুলাহাজারা এলাকার আমির হোসেন হত্যা মামলার পলাতক আসামি আবদুর রহমান এলাকায় অবস্থান করছে, এমন খবর পেয়ে ভোররাতে অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ২৩ মে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী এলাকায় রাত ৮টার দিকে একদল দুর্বৃত্ত আমির হোসেনকে কুপিয়ে হত্যা করেন। ওই ঘটনায় তার স্ত্রী ছকিনা ইয়াছমিন বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। আবদুর রহমান ওই মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি।